মাদার বখ্শ অ্যাওয়ার্ড পেলেন রাবি শিক্ষক ড. মো. আমিরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:

গতকাল ২ এপ্রিল ২০২৫ (বাসস): নাটোরে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে আজ এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজনের উদ্বোধন করেন সাবেক উপমন্ত্রী এডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান)-এর সভাপতি মো. মিরন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী, পুলিশের ডিআইজি (এটিইউ) এজেডএম নাফিউল ইসলাম, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর আমিরুল ইসলাম কনক, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম বারী, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘পুসান’ শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও সহযোগিতার চেতনা গড়ে তুলে মেধাবৃত্তি প্রদানসহ নানা সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে নতুন ভর্তিকৃত ২০০ শিক্ষার্থীকে বরণ করা হয় এবং জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষায় বিশেষ অবদানের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা, কবি ও কথাসাহিত্যিক ড. মো. আমিরুল ইসলামকে ‘মাদার বখ্শ অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়। এ ছাড়া, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০ শিক্ষার্থীকে মাসিক দুই হাজার টাকা হারে শিক্ষা বৃত্তি দেওয়া হয় এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অ্যাওয়ার্ড প্রাপ্তির পর ড. মো. আমিরুল ইসলাম বলেন,
“শিক্ষা ও গবেষণার মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব। আমি বিশ্বাস করি, মেধাবী শিক্ষার্থীরা সঠিক দিকনির্দেশনা পেলে তারা দেশকে আরও সমৃদ্ধ করতে পারবে। এই স্বীকৃতি শুধু আমার নয়, এটি সকল শিক্ষকের প্রতি সম্মান। আমি আশা করি, শিক্ষার্থীরা সৃজনশীল চিন্তাধারা ও উদ্ভাবনী দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।”

উল্লেখ্য, শিক্ষা, গবেষণা ও সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ড. মো. আমিরুল ইসলাম এর আগে পল্লীকবি জসীমউদ্দীন সাহিত্য সম্মাননা ২০২৫, সার্ক জার্নালিস্ট পিস অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন।

দিনব্যাপী এ আয়োজনের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *