রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নে টেকসই ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের দাবিতে নেসকো চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় শিক্ষার্থী ও কর্মজীবীদের সংগঠন ‘আষাড়িয়াদহ ছাত্র-কর্মজীবী জোট।
শনিবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজশাহীর মাস্টারপাড়া এলাকায় অবস্থিত নেসকো পিএলসি স্মার্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম প্রজেক্ট অফিসে সংগঠনের নেতারা স্মারকলিপি প্রদান করেন। এটি গ্রহণ করেন নেসকো’র চেয়ারম্যান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ।
স্মারকলিপিতে বলা হয়, পদ্মা নদীর ওপারে অবস্থিত চর আষাড়িয়াদহ ইউনিয়ন একটি জনবহুল এলাকা, যেখানে প্রায় ৬০-৭০ হাজার মানুষের বসবাস এবং ভোটার সংখ্যা প্রায় ৩০ হাজার। স্বাধীনতার পর থেকে এ অঞ্চলে অব্যাহত অবহেলার ফলে এখনও পর্যন্ত জাতীয় বিদ্যুৎ গ্রিডের আওতায় আসেনি।
২০১৫ সালে একটি বেসরকারি উদ্যোগে ১৫৮ কিলোওয়াট ক্ষমতার মিনি-সৌর বিদ্যুৎ গ্রিড চালু করা হলেও বর্তমানে সেটি কার্যত অচল হয়ে পড়েছে। পিক আওয়ারে এর উৎপাদন ক্ষমতা মাত্র ৩৫-৪০ কিলোওয়াট, যা চাহিদার তুলনায় নগণ্য। ২০২৪ সালের ২০ জুন থেকে সেটিও সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে পুরো ইউনিয়ন বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, সরকারের ‘শতভাগ বিদ্যুতায়ন’ উদ্যোগের আওতায় নিম্নমানের সৌর প্যানেল বিতরণ ও রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো অকার্যকর হয়ে পড়েছে। ফলে এখনো অনেক বাসিন্দা কেরোসিনের বাতি ও চেরাগ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। এই বিদ্যুৎ সংকট শিক্ষাব্যবস্থা, চিকিৎসা, কৃষি ও ক্ষুদ্র ব্যবসায় মারাত্মক প্রভাব ফেলছে।
সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল কাফি বলেন, স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও আমরা আজও চেরাগের আলোতে পড়াশোনা করি। এটা শুধু অবহেলা নয়, এক ধরনের বৈষম্য। আমরা আলোর অধিকার চাই—এটি আমাদের মৌলিক অধিকার।
এ বিষয়ে নেসকো চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ বলেন, “বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। দ্রুত সময়ের মধ্যে একটি ফান্ড গঠন করে চর আষাড়িয়াদহে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা হবে।