“দলের নামে চাঁদাবাজি, সন্ত্রাস ও দখল’বাণিজ্যে জড়ালে আইনের হাতে তুলে দিন” শ্রমিক দল নেতা রুকুনুজ্জামান


 

রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া আইডিয়াল কলেজ মাঠে আজ শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় বেলপুকুরিয়া ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রুকুনুজ্জামান আলম, সভাপতি, জাতীয়তাবাদী শ্রমিক দল, রাজশাহী জেলা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের শ্রমজীবী মানুষের ন্যায্যতা আদায়ের লক্ষ্যেই এই শ্রমিক দল প্রতিষ্ঠা করেন  কৃষক-শ্রমিক-মেহনতী মানুষের নেতা, স্বাধীন বাংলাদেশের ঘোষক, প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই সংগঠনকে সততা এবং আদর্শিক মেহনতী মানুষের কল্যাণে কাজ করার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে আসছেন তারই সহধর্মিণী, আপোষহীন নেত্রী, বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক, বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তাঁর সুযোগ্য পুত্র, বাংলাদেশের তরুণদের অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক, তারেক রহমান।

তিনি বলেন, “গত ৫ আগস্টে দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয় ছাত্র-জনতার আন্দোলনে। আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে দেশের মানুষের ওপর জুলুম-হয়রানি, নির্যাতন, গুম, খুন করা হয়েছে—শ্রমিকদেরও সেই নির্যাতনের শিকার হতে হয়েছে। এই ঘটনা গুলো আবারও ঘটানোর চেষ্টা করবে তাদের দোসররা। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এদের প্রতিহত করতে হবে।

তিনি আরো বলেন, “কেউ যদি দলের পরিচয় দিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা দখল বাণিজ্য করার চেষ্টা করে, তাহলে তাদের আইনের হাতে তুলে দিন। মনে রাখবেন, আমাদের আগামী নির্বাচনের জন্য জনমানুষের আস্থা অর্জন করতে হবে। তাদের কাছে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই মিলে তার জন্য কাজ করব।শ্রমিকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শ্রমিক দলের প্রতিটি নেতা-কর্মীকে দলীয় আদর্শ মেনে সংগঠনকে শক্তিশালী করতে হবে।”

তিনি দাবি করেন, “আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ ১৬ বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে মিথ্যা অপবাদ দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও কারাগারে পাঠানো হয়েছে। আজ সেই সরকার ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছে। শ্রমিকদের স্বার্থকে উপেক্ষা করা হয়েছে। এ থেকে মুক্তি পেতে হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোঃ আশরাফ আলী, সিনিয়র সহ-সভাপতি, জাতীয়তাবাদী শ্রমিক দল, রাজশাহী জেলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মুস্তাক আহমেদ, সাবেক সহ-সভাপতি, জেলা বিএনপি এবং মোঃ রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী শ্রমিক দল, রাজশাহী জেলা,মোঃ ওয়াসিম, আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, পুঠিয়া উপজেলা

সভায় সভাপতিত্ব করেন মোঃ আসাদুল ইসলাম আসাদ, সাবেক যুগ্ম আহ্বায়ক, পুঠিয়া উপজেলা শ্রমিক দল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোনায়েম পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক, বেলপুকুরিয়া ইউনিয়ন বিএনপি/মোঃ মিঠুন আলী, সদস্য সচিব, জাতীয়তাবাদী শ্রমিক দল, পুঠিয়া উপজেলা।

এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ খলিলুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক, পুঠিয়া উপজেলা বিএনপি; মোঃ আব্দুর রাকিব, সাবেক চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক, পুঠিয়া উপজেলা বিএনপি; মোঃ আহসান হাবিব, আহ্বায়ক, পুঠিয়া উপজেলা শ্রমিক দল; ও মোঃ মনায়েম পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক, বেলপুকুরিয়া ইউনিয়ন শ্রমিক দল।

সভায় নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার আদায় এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *