রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর ঘোড়ামারা এলাকায় রিকশায় থাকা এক ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে প্রকাশ্য দিবালোকে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার সকাল পৌনে ৯টার দিকে বোয়ালিয়া মডেল থানা ভবন থেকে মাত্র ৪০০ মিটার দূরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী দিলীপ কুমার প্রামাণিক স্থানীয় ‘রিলায়েন্স অটো যন্ত্রাংশ’ বিক্রয়কেন্দ্রের ব্যবস্থাপক। তিনি জানান, আগের দিনের বিক্রয়ের ১২ লাখ টাকা মহাজনের বাসা থেকে সংগ্রহ করে দোকানের উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে রিকশাচালক হঠাৎ একটি সরু গলিতে প্রবেশ করে। ঠিক তখনই একটি মোটরসাইকেলে আসা দুই যুবক রিকশার গতিরোধ করে।
দিলীপ কুমার বলেন, দুর্বৃত্তদের একজন তাঁর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিলে তিনি সঙ্গে সঙ্গে কিছু দেখতে না পেয়ে চিৎকার করে ওঠেন। এরপর ছিনতাইকারীরা তাঁর পিঠে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা ছুরি দিয়ে তাঁর ডান হাতের কনুই ও বাম হাতের একটি আঙুল কেটে দেয়। ধস্তাধস্তির একপর্যায়ে ব্যাগে থাকা আড়াই লাখ টাকা রাস্তায় পড়ে গেলেও মূল ব্যাগটি নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ইকবাল জানান, চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখতে পান, কয়েকজন লোক জড়ো হয়ে গেছে এবং রিকশাচালক কোনো ভাড়া না নিয়েই দ্রুত সেখান থেকে সরে পড়ে, যা তাকে সন্দেহভাজন করে তুলেছে।
দিলীপের কর্মস্থলের মালিক বিপুল কুমার ঘোষ জানান, দিলীপ দীর্ঘদিন ধরে সততার সঙ্গে প্রতিষ্ঠানে কাজ করে আসছেন এবং প্রতিদিনই বিপুল পরিমাণ টাকা নিয়ে যাতায়াত করেন।
ঘটনার পরপরই বোয়ালিয়া মডেল থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। মামলার প্রক্রিয়াও চলমান রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই ছিনতাইকারীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।