রাজশাহীতে পুলিশ ব্যারাকে কনস্টেবলের রহস্যজনক আত্মহত্যা

রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহী জেলা পুলিশ লাইন্সের একটি ব্যারাকের শৌচাগারে মাসুদ রানা (৩৪) নামের এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে ব্যারাকসংলগ্ন শৌচাগারে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান সহকর্মীরা।
মাসুদ রানা রাজশাহীর বাগমারা থানার অন্তর্গত যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি চিকিৎসার জন্য বিভাগীয় পুলিশ হাসপাতালে এসেছিলেন এবং জেলা পুলিশ লাইন্সের একটি ব্যারাকে অবস্থান করছিলেন।
পুলিশ জানায়, সকালে শৌচাগারে ঝুলন্ত অবস্থায় মাসুদের মরদেহ দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করা হয়। তাঁর গ্রামের বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার পাঁচশিশা গ্রামে। ২০১১ সালের ১৫ আগস্ট তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, মাসুদের পারিবারিক জীবনে টানাপড়েন ছিল। স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় তদন্ত করছে রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া থানার অফিসার ইনচার্জ  (ওসি) আশরাফুল ইসলাম জানান, শৌচাগারের এক্সস্ট ফ্যানের গ্রিলের সঙ্গে নিজের পরনের প্যান্ট ব্যবহার করে মাসুদ রানা গলায় ফাঁস দেন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন।
তিনি আরও বলেন, দুপুর দেড়টা পর্যন্ত মরদেহ ঘটনাস্থলে ছিল। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *