
প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি
রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া থানায় মাদক মামলার দুই আসামিকে ছাড়ানোর জন্য তদবির করা হয়েছে এমন একটি সংবাদ সম্প্রতি অনলাইন নিউজ পোর্টাল ডেইলি মেইল-এ প্রকাশিত হয়।
এই সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন পুঠিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওয়াশিম। তিনি বলেন, গতকাল রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে আমি বেলপুকুরিয়া থানার অফিসার ইনচার্জের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। মাদক মামলার দুই আসামিকে নিয়ে কোনো ধরনের আলোচনা হয়নি।
তিনি আরও বলেন, আমি কখনো কোনো মাদক ব্যবসায়ী বা আসামির পক্ষে তদবির করিনি। আপনারা চাইলে আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করতে পারেন এবং বেলপুকুরিয়া থানার অফিসার ইনচার্জের সঙ্গে কথা বলে বিস্তারিত জানতে পারেন।
মো. ওয়াশিম বলেন, এই সংবাদের মাধ্যমে তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা করা হয়েছে। তিনি এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে বেলপুকুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ বলেন, গতকাল কেউ থানায় তদবির করতে আসেনি এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
গ্রেফতার হওয়া দুই আসামি হলেন মৃত বাবু আলীর ছেলে লালন আলী (২৮) এবং মুনসুরের ছেলে মো. ফারুক (২৯)। তারা দুজনেই উপজেলার চক জামিরা এলাকার বাসিন্দা। তাদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।