
রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলামের হোয়াটসঅ্যাপ ও ইমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তিনি তার ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, “আমার হোয়াটসঅ্যাপ ও ইমেইল অ্যাকাউন্ট কাজ করছে না, হ্যাক করা হয়েছে। কেউ কথা বলতে আমার সাথে সরাসরি কল করুন।”
জানা গেছে, হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে অজানা ব্যক্তিরা তার পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন অজুহাতে অর্থ দাবি করছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইতোমধ্যে কয়েকজন শিক্ষক ও ছাত্র এ ধরনের বার্তা পেয়েছেন।
ড. আমিরুল ইসলাম বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে একটি নম্বর থেকে আমাকে ফোন করে বলা হয়, আপনার করোনার চতুর্থ ডোজ নেওয়ার জন্য ফোন করা হয়েছে। আমি ব্যস্ত থাকায় তাকে পরে ফোন করতে বলি। এরপর শুনতে পাই, আমার পরিচিতদের কাছে বিভিন্ন অনুরোধ জানানো হচ্ছে এবং অর্থ চাওয়া হচ্ছে। আমি ইতিমধ্যে ফেসবুকে সবাইকে সতর্ক করে দিয়েছি যাতে তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করে।
তিনি সবাইকে সতর্ক থাকতে বলেছেন এবং তার নামে কোনো অনুরোধ বা আর্থিক লেনদেনের আগে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছেন। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা এ ধরনের ঘটনা এড়াতে দুই-ফ্যাক্টর প্রমাণীকরণ (2FA) ব্যবহার, অপরিচিত লিংক বা ফাইল এড়িয়ে চলা এবং নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দিয়েছেন।
এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।