নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগর জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন খান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদ।
অনুষ্ঠানে জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, সহ-সভাপতি মো. মোস্তফা আবু সালেক মানু, সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন রাজু এবং সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার উপস্থিত ছিলেন।
এছাড়াও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চলচ্চিত্র অভিনেত্রী কামরুন্নাহার আন্না, সহ-সভাপতি মো. সেলিম উদ্দিন বাহারী, সাংগঠনিক সম্পাদক মো. কবিরুল ইসলাম কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুজ্জামান বাঁধন এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরমান হোসেন ডলার অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিসাস রাজশাহী মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট আবু মো. তারেক।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।