রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে খারখারি এলাকায় ট্রাক ও দুটি বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং ৫০ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে সোমবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ড্রাম ট্রাক ও একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে জলাশয়ে পড়ে যায়। একই সময়, ট্রাকটি অপর একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়, যার ফলে বাসটির একপাশ ভেঙে গিয়ে আগুন লেগে যায়। যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে আগুন নেভানোর চেষ্টা করে এবং জলাশয়ে পড়ে যাওয়া বাসে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ এবং স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে ১৫ জন গুরুতর আহতকে ভর্তি করা হয়েছে।
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর নেতারা জানিয়েছেন, দুটি বাসে প্রায় ৯০ জন যাত্রী ছিল। তারা সবাই জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর নেতা এবং সমর্থক, যারা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়ন থেকে পিরোজপুরে যাওয়ার জন্য ছিল, সেখানে জামায়াত নেতা আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর কবরে গিয়ে শ্রদ্ধা নিবেদন করার কথা ছিল।
রাজশাহী মহানগর জামায়াতের সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন সরকার বলেন, দুর্ঘটনায় জামায়াত কর্মী নাসিম ও জুয়েল নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহতের অবস্থা গুরুতর।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দলনেতা আরিফুল ইসলাম বলেন, “আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। যাদের উদ্ধার করা সম্ভব হয়েছে, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।