নিজস্ব প্রতিবেদক
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী কলেজের কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছে রাজশাহী কলেজ শাখা ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (২৮ মার্চ) রাজশাহী কলেজ গ্রন্থাগারের সামনে এ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সামিম উদ্দিন। তিনি বলেন, “ইসলামী ছাত্রশিবিরের মানবিক ও কল্যাণমূলক কাজের অংশ হিসেবেই আমরা বছরজুড়ে নানা উপলক্ষ্যে উপহার সামগ্রী প্রদানের কর্মসূচি পালন করে থাকি। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কলেজের কর্মচারী ভাই ও বোনেরা শিক্ষার্থীদের সেবা দিয়ে থাকেন। আমরা তাই আপনাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এসেছি।”
রাজশাহী কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, “কলেজের যারা চতুর্থ শ্রেণির কর্মচারী এবং দৈনিক কাজ করেন, তারা খুবই কম বেতন পান। ঈদ সবার মনে আনন্দের অনুভূতি নিয়ে আসে। আমরা চাই, ঈদের সেই খুশি সবার মাঝে ছড়িয়ে পড়ুক। তাই বরাবরের মতো এবারও আমরা কর্মচারীদের ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি।”
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুম বলেন, “ক্যাম্পাসে যারা নৈশপ্রহরীর দায়িত্ব পালন করেন, তারা নিম্ন বেতনের। আমরা তাদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি। এর আগে আমরা কর্মচারীদের শীতবস্ত্র, রোজার ঈদে উপহার সামগ্রী ও কুরবানির গোশত বিতরণ করেছি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আসাদুজ্জামান জুয়েলসহ ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।