বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা শাখার সভাপতি নাহিদুল ইসলাম সাজু। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংগঠক খালেদ হাসান মিলু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি ফাতিন মাহদি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক ইমরান ইমন, জাতীয় নাগরিক কমিটি রাজশাহী সংগঠক মোবাশ্বের রাজ, রাশেদ ইসলাম ভাই, রাজশাহী প্রতিনিধি অ্যাডভোকেট মায়া, রাজশাহী মহানগর নাগরিক কমিটির আহ্বায়ক তানিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী মহানগর সদস্য সচিব হযরত আনাস, রাজশাহী মহানগরের মুখপাত্র আরশি এবং রাজশাহী জেলার সংগঠক মিলু।

এছাড়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহনপুর উপজেলা আহ্বায়ক মামুনুর রশিদসহ রাজশাহী জেলা ও মহানগরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা সমাজে বৈষম্য দূরীকরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *