‘হারুনের ভাতের হোটেল’ নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা

বরেন্দ্র বার্তা-২৪ ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হাসিনার সরকার পতন ও অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরই আলোচিত ইস্যু নিয়ে একের পর সিনেমা নির্মাণের ঘোষণা পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় গেল ১০ দিনে চলচ্চিত্র পরিচালক সমিতিতে নতুন ছয়টি সিনেমার নাম নিবন্ধন করা হয়েছে।

এর মধ্যে ‘আয়নাঘর’, ‘ভয়ঙ্কর আয়নাঘর’, ‘মাদার অব ডেমোক্রেসি’ অন্যতম। তবে এবার এই তালিকায় যুক্ত হয়েছে আরেকটি সিনেমা। যার নাম ‘হারুনের ভাতের হোটেল’। জানা গেছে, ‘হারুনের ভাতের হোটেল’ নামে পরিচালক সমিতিতে সিনেমার নাম নিবন্ধন করেছেন জাদু আজাদ। সিনেমার বিষয়ে তিনি বলেন, ‘সিনেমা বানানোতে আমরা কোনোরকম আপস করব না। কারা এতে অভিনয় করবেন তা এখনও ভাবিনি। তবে বেশ কিছু চমক থাকবে এতে।’

এদিকে, ডিবির সাবেক প্রধান হারুনের বিভিন্ন কর্মকাণ্ড এরই মধ্যে সমালোচিত হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দায়িত্বে থাকার সময় তিনি বিভিন্নজনকে কার্যালয়ে ডেকে খাওয়াতেন। সেসব স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতেন। এসব বিষয় রুপালি পর্দায় তুলে ধরতে চাচ্ছেন অভিনয়শিল্পী জাদু আজাদ।

অন্যদিকে, আয়নাঘরের ভয়াবহতা রুপালি পর্দায় ফুটিয়ে তুলবেন নির্মাতা বদিউল আলম খোকন। ‘ভয়ঙ্কর আয়নাঘর’ শিরোনামে সিনেমাটি খুব শিগরিই নির্মাণ করবেন বলে জানান দিনি। আর বন্দিদের ওপর চালানো অমানবিক অত্যাচার নিয়ে ‘আয়নাঘর’ সিনেমা নির্মাণ করছেন জয় সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *