নিজস্ব প্রতিবেদক:
রাশেদ খান মেনন স্বৈরশাসকের এজেন্ট ছিলেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা নৈতিক আন্দোলন। তারা সেটা সমর্থন করেননি। স্বৈরাচারকে সমর্থন করেছেন। তারা ভুলে গিয়েছিলেন যে, সব সময় স্বৈরাচার থাকে না। পৃথিবীতে কোনো স্বৈরাচারই টিকে না।
শুক্রবার (২৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালতে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং আরিফ আহমেদের রিমান্ড শুনানিতে এসব কথা বলেন বিএনপিপন্থি আইনজীবী ওমর ফারুক ফারুকী।
রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার রাশেদ খান মেননের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।শুক্রবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার সাব-ইন্সপেক্টর মোরাদ হাসান আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ তাদের ১০ দিনেরই রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করে। বিএনপিপন্থি আইনজীবী ওমর ফারুক ফারুকীও ১০ দিনের রিমান্ড চান।
শুনানিতে ওমর ফারুক ফারুকী বলেন, মেনন সাহেব ছাত্রজীবন থেকে বাম রাজনীতি করেছেন। জনগণকে নীতিবাক্য শুনিয়েছেন। সমতা, অধিকার নিয়ে আন্দোলন করেছেন। এসব বাণী নিয়ে দ্বারে দ্বারে ঘুরেছেন। একসময় স্বৈরাচার শেখ হাসিনার সাথে যোগ দিয়েছেন। সংসদ সদস্য হয়েছেন, মন্ত্রী হয়েছেন, হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে অর্জন করেছেন।
তিনি আরও বলেন, আন্দোলনের মধ্যে ১৪ দল গণভবনে মিটিং করে। যে কোনো মূল্যে আন্দোলন দমাতে হাসিনাকে কারফিউ জারির পরামর্শ দেয়। জাতি আজ তার বিচার করছে। শেখ হাসিনাকে তারা স্বৈরাচার হতে সাহায্য করেছেন। আন্দোলন দমাতে পুলিশ লেলিয়ে দিয়েছেন।
আসামিদের পক্ষে তাদের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাশেদ খান মেননের পক্ষে তার আইনজীবী বলেন, তিনি বয়স্ক, অসুস্থ মানুষ। আত্মত্যাগের রাজনীতি করেছেন। রিমান্ড বাতিল করে জামিন দেওয়া হোক।
আরিফ আহমেদের আইনজীবী বলেন, ‘আরিফ আহমেদ রাজনৈতিক দলের না, সাধারণ মানুষ।’ এ সময় আইনজীবীরা চিৎকার শুরু করেন।
তখন আদালত বলেন, আপনারা ধৈর্য ধরেন। আপনাদের প্রতি আমার আস্থা আছে, আমার ওপরও আস্থা রাখেন। যেহেতু তিনি বয়স্ক, অসুস্থ মানুষ। পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হলো।
এর আগে বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজধানীর গুলশান থেকে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়।
গত ১৯ জুলাই বিকেলে নিউ মার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক মামলা দায়ের করেন।