টেলিগ্রামের মালিক’কে গ্রেপ্তার করলো ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক:

রুশ মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও সিইও পাভেল দুরভকে গ্রেপ্তার করেছে ফ্রান্স। রাশিয়ান এই ধনকুবেরকে প্যারিসের বাইরে বুরগেট বিমানবন্দরে শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়।

আরটি জানিয়েছে, দুরভ তার ব্যক্তিগত জেটে ভ্রমণ করছিলেন। তার বিমান ফ্রান্সের ওই বিমানবন্দরে নামার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। ফ্রান্স বলছে, টেলিগ্রাম অ্যাপে যথেষ্ট সেন্সরশিপ না থাকায় তা দেশটির আইন লঙ্ঘন করেছে। এ কারণে এই অ্যাপের ব্যবহারকারীদের ওপর নজরদারি করতে পারছে না দেশগুলো।

ফরাসি মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দুরভকে রোববার অভিযুক্ত করা হতে পারে। টেলিগ্রাম মূলত ব্যবহারকারীদের প্রাইভেসি ও ব্যক্তিগত নিরাপত্তাকে সবথেকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকে। এ কারণে পশ্চিমা দেশগুলো আগে থেকেই অ্যাপটির বিরুদ্ধে নেতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিল।

টেলিগ্রামের বর্তমান ব্যবহারকারীর সংখ্যা প্রায় এক বিলিয়ন। ব্যবহারকারীরা নিজেদের নিরাপত্তা ও প্রাইভেসির কথা চিন্তা করে হোয়াটসঅ্যাপ ছেড়ে এই অ্যাপ ব্যবহার করতে শুরু করছে। এতে করে দ্রুত বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যা। রাশিয়া, ইউক্রেন ও প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের প্রজাতন্ত্রগুলিতে এই অ্যাপ সবথেকে বেশি জনপ্রিয়। তবে প্রাইভেসির কারণে পশ্চিমা দেশগুলোতেও এটি জনপ্রিয় হয়ে উঠছে। সক্রিয় ব্যবহারকারীর সংখ্যায় দ্রুতই এটি ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক এবং উইচ্যাটের পর্যায়ে উঠে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *