ডেস্ক নিউজ:
অবৈধভাবে সচিবালয়ের কর্মকর্তাদের আটকে রাখা, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাজে বাধা দেয়া ও ছাত্রদের উপর হামলার ঘটনায় ৩৮৮ জন আনসার সদস্যকে আদালতে পাঠিয়েছে আদালত।
তাদের বিরুদ্ধে শাহবাগ, রমনা, পল্টন ও বিমানবন্দর থানায় চারটি পৃথক মামলায় দায়ের করা হয়েছে। সোমবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন এসব মামলায় তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, শাহবাগ থানায় গ্রেফতার ১৮৯ জন, রমনা থানায় গ্রেফতার ৯৮ জন, পল্টন থানায় গ্রেফতার ৯৫ জন ও বিমানবন্দর থানায় গ্রেপ্তার দেখানো ৬ জন আনসার সদস্যকে আজ আদালতে হাজির করা হয়। এরমধ্যে দুইজন নারী সদস্যও রয়েছে। ওই চার থানায় করা বিভিন্ন মামলায় ৪২৬ জনের নাম উল্লেখ এবং অন্তত তিন হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
উল্লেখ্য, চাকরি স্থায়ী করণ, রেস্ট প্রথা বাতিলসহ কয়েকটি দাবিতে গত ২৫ আগস্ট সচিবালয়ের সামনে আন্দোলন করেন পাচঁ হাজারের অধিক আনসার সদস্য। আনসার ডিজি ও স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আনসারদের প্রতিনিধি দল আলোচনায় বসে। সেখানে রেস্ট প্রথা বাতিল এবং অন্যান্য দাবির বিষয়ে সময় দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে আনসার সদস্যরা তা মেনে নিলেও সচিবালয় ঘেরাও করে রাখে। এতে অন্তবর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা ও সচিবালয়ের কর্মকর্তারা আটকে পড়েন। পরে সেখানে ছাত্ররা উপদেষ্টাদের মুক্ত করতে গেলে আনসার সদস্যরা ছাত্রদের উপর হামলা করে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ বেশ কয়েকজন ছাত্র ও সেনা সদস্য আহত হন।