বরেন্দ্র বার্তা-২৪ ডেস্ক:
পাকিস্তানের বিপক্ষে মহাকাব্যিক এক ইনিংস খেললেন লিটন কুমার দাস। দলের বিপর্যয়ে বিপদ সামলে হাঁকালেন সেঞ্চুরি। আর শতরানে বিশ্ব রেকর্ড গড়েছেন এই ডান হাতি ব্যাটার।
আজ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। সাতে নেমে ২২৮ বলে ১৩ চার ও ৪ ছক্কায় ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন লিটন দাস। টেস্ট ক্যারিয়ারে টাইগার ব্যাটারের চতুর্থ সেঞ্চুরি এটি। এর মধ্যে তিনটি সেঞ্চুরিই দলের বিপর্যয়ে করেছেন লিটন।
দলের স্কোর পঞ্চাশের কম থাকা অবস্থায় ব্যাটিং অর্ডারে পাঁচের নিচে নেমে তিনটি সেঞ্চুরি করা বিশ্বের প্রথম ব্যাটসম্যান লিটন। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের ওই ১১৪ রানের ইনিংসটি খেলেছিলেন ৪৯ রানে চতুর্থ উইকেট পড়ে যাওয়ার পর নেমে। লিটনের ক্যারিয়ার–সর্বোচ্চ ১৪১ রানের ইনিংসটি ২০২২ সালে, শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে সেবারও নেমেছিলেন ২৪ রানে পঞ্চম উইকেট পড়ে যাওয়ার পর।