সুনামগঞ্জ সদর উপজেলায় নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করায় ২৬টি বাল্কহেড আটক করে গ্রামবাসী। পরে খবর দিলে উপজেলা প্রশাসন ও পুলিশ বাল্কহেডগুলো জব্দ করে।
রবিবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার নোয়াগাঁও, হোসেনপুর, অমিতাশ্রী, মনমতেরপুরসহ আশপাশের এলাকার লোকজন এসব বাল্কহেডগুলো আটক করেন।
গ্রামবাসী জানান, নদীতে বালু-পাথর উত্তোলন বন্ধ থাকার পরও প্রতিদিন অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু-পাথর তুলে শত শত নৌকা তাদের গ্রামের পাশ দিয়ে যায়। এতে তাদের ঘরবাড়ির ক্ষতি হচ্ছে। ঘরবাড়ি বাঁচাতে বাধ্য হয়ে তারা নৌকাগুলো আটক করেছেন। এসব বালু-পাথরের আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা হবে। স্থানীয় প্রভাবশালীদের টাকাপয়সা দিয়েই বালু-পাথর উত্তোলন করা হচ্ছে।
অভিযানের নেতৃত্বে থাকা সুনামগঞ্জ সদর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক পার্ডন সিংহ বলেন, ‘গ্রামবাসী ২৬টি নৌকা আটকের পর আমাদের খবর দিলে আমরা বালু পাথরের বৈধতা না পাওয়ায় ২৬টি নৌকা জব্দ করি।’