আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের আর্থিক নেটওয়ার্কের প্রধান লিরিডন রেক্সেপিকে গ্রেপ্তার করেছে তুরস্ক। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, ৩০ আগস্ট ইস্তাম্বুল পুলিশ রেক্সেপিকে একটি অভিযানে মোসাদের পক্ষে অর্থ স্থানান্তরের অভিযোগে আটক করে। আদালতের শুনানির পর রেক্সেপিকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়। আদালতে তিনি এই অভিযোগ স্বীকার করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
তুর্কি গোয়েন্দা সংস্থা এমআইটি রেক্সেপির গতিবিধি ২৫ আগস্ট তুরস্কে প্রবেশের পর থেকেই পর্যবেক্ষণ করছিল। এমআইটির তদন্তে উঠে আসে যে রেক্সেপি মোসাদের জন্য আর্থিক কার্যক্রম পরিচালনা করছিলেন। এছাড়া তুরস্কে থাকা মোসাদের মাঠ পর্যায়ের এজেন্টদের কাছে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে বারবার অর্থ স্থানান্তর করছিলেন তিনি।
তদন্তে আরও জানা গেছে রেক্সেপি ড্রোন নজরদারি অভিযানও পরিচালনা করছিলেন। ফিলিস্তিনি রাজনীতিবিদদের লক্ষ্য করে এসব অভিযান করছিলেন তিনি। মোসাদ মূলত কসোভো এবং অন্যান্য পূর্ব ইউরোপীয় দেশ থেকে তুরস্কে এজেন্টদের কাছে অর্থ পাঠাচ্ছিল। এই অর্থ পরবর্তীতে সিরিয়ায় পাঠানো হয়ে থাকে।
তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে তারা জানুয়ারি থেকে মোসাদের জন্য তথ্য সংগ্রহের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।
সূত্র-ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস