নিজস্ব প্রতিবেদক:
নবম ও দশম শ্রেণির পাঠ্য বইয়ের চাহিদা পাঠ্য বইয়ের ফের চাহিদা প্রদানের নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। সম্প্রতি জেলা ও উপজেলা শিক্ষা অফিসারদের নিকট পাঠানো পত্রে এ বিষয়টি জানানো হয়েছে।
জানা গেছে, আইসিটির নির্দেশনার মোতাবেক উপজেলায় তথ্য পাঠাতে হবে ১০ সেপ্টেম্বরের মধ্য, জেলায় পাঠাতে হবে ১২ ও উপ-পরিচালক বরাবর ১৭ই সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে।
অন্যান্য বছরের ন্যায় ২০২৫ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ-১০ম শ্রেণির মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল, এসএসসি ও দাখিল ভোকেশনাল এবং কারিগরি ট্রেড স্তরের পাঠ্যপুস্তকের চাহিদা ওয়েব এপ্লিকেশনের মাধ্যমে অনলাইনে সংগ্রহ করা হয়েছে। কিন্তু সরকারি সিদ্ধান্ত মোতাবেক ৯ম ও ১০ম শ্রেণির ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ২০১২ এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকসমূহ (২০২৩ শিক্ষাবর্ষে ব্যবহৃত) প্রদান করা হবে।
পত্রে বলা হয়েছে, দেশের সকল শিক্ষার্থীকে ২০২৫ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণপূর্বক ১ জানুয়ারি ২০২৫ এর মধ্যে সরবরাহের বিষয়টি সরকারের একটি অগ্রাধিকারভুক্ত ও জনগুরুত্বপূর্ণ কার্যক্রম। উক্ত কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রতি শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তকের চাহিদা প্রদান থেকে শুরু করে পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে পৌছানো পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এর আওতাধীন সকল জেলা/উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিস নিরলসভাবে সহযোগীতা প্রদান করে থাকে। আপনার অধীনস্থ অঞ্চল/জেলা/উপজেলা/থানা থেকে ৯ম ও ১০ম শ্রেণির পাঠ্যপুস্তকের চাহিদা সকল শিক্ষা প্রতিষ্ঠান হতে সংগ্রহপূর্বক নিচে বর্ণিত সময়সীমার মধ্যে নতুন প্রস্তুতকৃত ওয়েব এপ্লিকেশনে ইতোপূর্বে দাখিলকৃত চাহিদার সাথে সামঞ্জস্য রেখে চাহিদা দাখিল/অনুমোদনপূর্বক পরবর্তী উর্ধ্বতন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিসে প্রেরণের জন্য সকল জেলা/উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণকে অনুরোধ করা হলো।