আইজিপির ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি

বরেন্দ্র বার্তা-২৪ ডেস্ক নিউজ
 অর্জিত ১০ দিনের ছুটির আবেদন করেছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ছুটি বাতিল করেছে। দেশের বাইরে গিয়ে ১০ দিন ছুটি কাটাতে চেয়েছিলেন আইজিপি।
রোববার (৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ছুটি বাতিল করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের ১০ দিনের বহিঃবাংলাদেশ ছুটি (অর্জিত ছুটি) বাতিল করা হলো।
যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে এ আদেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একটি সূত্রে জানা গেছে, সম্প্রতি পুলিশের সব পর্যায়ের সদস্যের ছুটি বাতিল করা হয়েছে। তবে অতি জরুরি চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনে বিবেচনা সাপেক্ষে ছুটির বিষয় বিবেচনা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গণআন্দোলনে ক্ষমতার পালাবদলের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন ভেঙে পড়ে, তখন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে সরিয়ে পুলিশের শীর্ষ পদে পরিবর্তন আনা হয়।
গত ৬ আগস্ট বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয় মো. ময়নুল ইসলামকে।
৫৮ বছর বয়সী নতুন আইজিপি ময়নুল ইসলাম ১৯৯১ সালের ১ জানুয়ারি পুলিশে যোগ দেন। একসময় তিনি র্যাবেও দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
ময়নুল ইসলাম বিসিএস (পুলিশ) ক্যাডারের ১২তম ব্যাচের কর্মকর্তা।
সূত্র- জাগো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *