স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি রোবেদ আমিনকে সরিয়ে দেওয়া হলো

বরেন্দ্র বার্তা-২৪ ডেস্ক নিউজ:

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক থেকে অধ্যাপক ডা. রোবেদ আমিনকে সরিয়ে দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তার স্থলাভিষিক্ত হিসেবে ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে।

ডা. নাজমুল হোসেন স্বাস্থ্য শিক্ষার পাশাপাশি অতিরিক্ত এই দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। আর রোবেদ আমিনের পদায়ন স্বাস্থ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, অধ্যাপক ডা. নাজমুল হোসেন (৪১২২৬), মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পুনারাদেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব অর্পণ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে রোবেদ আমিনের পরবর্তী পদায়নের বিষয়ে অফিস আদেশে কিছু উল্লেখ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *