‘আলোক হেলথকেয়ারের’ কার্যক্রম সাময়িক বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর

নানা অনিয়মের কারণে রাজধানীর মিরপুরে অবস্থিত আলোক হেলথ কেয়ারের কার্যক্রম সাময়িক বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ১১ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো একটি চিঠিতে এ তথ্য জানিয়েছেন।

একই সাথে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়েছে।

চিঠিতে বলা হয়,‘গত ২০ জুন দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) আলোক হেলথ সরেজমিনে প্রদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির নানা অনিয়ম পরিলক্ষিত হয়।’

‘এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িক বন্ধ রাখাসহ কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলো’, বলা হয়েছে চিঠিতে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

আলোক হেলথ কেয়ারের বিরুদ্ধে যত অভিযোগ

স্বাস্থ্য অধিদপ্তরের চিঠিতে আলোক হেলথ কেয়ারের বিরুদ্ধে বেশ কিছু অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়েছে। সেগুলো হলো-

১. জরুরি বিভাগে চিকিৎসকের পরিবর্তে নার্স সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সেলাই দিয়েছেন। এতে চিকিৎসক স্বাক্ষর করেছেন এবং চিকিৎসা ব্যয় চিকিৎসকের নামে করা হয়েছে।
২. জরুরি বিভাগে আগত রোগীদের নিকট অত্যধিক মূল্য নেওয়া হচ্ছে।
৩. অন্তঃবিভাগে ভর্তিকৃত রোগীদের অপ্রয়োজনীয়ভাবে হাসপাতাল প্রশাসন প্রতিদিন পরিদর্শন করে নিজেদের নামে ৬০০ টাকার বিল করেছে।
৪. শারিরীক আক্রমনের শিকার রোগীকে অন্য আঘাত দেখিয়ে ভর্তি করা হয়েছে, যা পুলিশ কেস হলেও থানায় অবহিত করা হয়নি। আবার ভুক্তভোগী রোগীকে দিনে দুইবার পরিদর্শন করে দুই হাজার টাকা বিল তোলা হয়েছে।
৫. এক অপারেশনের রোগীর প্রি অ্যানেসথেটিক চেক-আপ করা হয়নি। এ ছাড়া ইনফর্মড কনসেন্ট ফরমে রোগীর স্বাক্ষর নেই।
৬. ল্যাবের ডিপ ফ্রিজে আইসক্রিম পাওয়া গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *