বরেন্দ্র বার্তা-২৪ ডেস্ক:
শুক্রবারও মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। আগামী শুক্রবার ২০ সেপ্টেম্বর থেকে এই ট্রেন চলবে। একই দিন থেকে মেট্রোরেল কাজীপাড়া স্টেশনে থামবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আবদুর রউফ বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর চলতি সপ্তাহ থেকে শুক্রবারও (২০ সেপ্টেম্বর) থেকে মেট্রোরেল চালানোর চেষ্টা চলছে।
এই শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে মেট্রোরেল কাজীপাড়া স্টেশনে থামবে আশা প্রকাশ করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক বলেন, স্টেশনটি পরিচালনার জন্য প্রস্তুত করা হচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে হামলা করে দুর্বৃত্তরা।
এরপর ২৫ আগস্ট মেট্রো রেলের কার্যক্রম পুনরায় শুরু হলেও এই দুটি স্টেশনে কোনো ট্রেন থামতে পারছে না। ৫ আগস্টের আগে বিগত আওয়ামী লীগ সরকার জানিয়েছিল এ দুটি স্টেশন চালু হতে এক বছরের মতো সময় লাগবে।
মোহাম্মদ আবদুর রউফ বলেন, যাত্রীদের জন্য দুটি স্টেশন প্রস্তুত করতে কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।