বরেন্দ্র বার্তা-২৪ ডেস্ক নিউজ:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে করা রাজধানীর যাত্রাবাড়ী থানা ও নিউমার্কেট থানার পৃথক ৮টি মামলা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৪৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
জানা যায়, গত ৪ সেপ্টেম্বর গ্রেপ্তারের পর থেকে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়েছে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। আজকে (মঙ্গলবার) রিমান্ড মঞ্জুর হয়েছে যাত্রাবাড়ী থানার সাতটি ও নিউমার্কেট থানার একটি মামলায়।
যাত্রাবাড়ীর সাত মামলার মধ্যে শিক্ষার্থী মো. সাকিব হাসান হত্যা মামলায় সাত দিন, ইমন হোসেন গাজী হত্যা মামলায় সাত দিন, মো. ইরফান ভুইয়া হত্যা মামলায় পাঁচ দিন, সৈয়দ মুস্তাসির রহমান হত্যা মামলায় পাঁচ দিন, কিশোর মাহমুদুল হাসান জয় হত্যা মামলায় পাঁচ দিন, ভ্যানচালক জাহাংগীর মৃধা হত্যা মামলায় পাঁচ দিন ও মো. রফিকুল ইসলাম হত্যা মামলায় চার দিনের জন্য রিমান্ডে দেওয়া হয়েছে। এছাড়া নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে চার দিনের রিমান্ড মঞ্জুর দিয়েছে আদালত।
গেত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অর্ধশত মন্ত্রী, এমপি, কাউন্সিলর, পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে সবচেয়ে বেশী রিমান্ড দেওয়া হয়েছে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।