‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁ’সির দাড়াঁতে হবে’

বরেন্দ্র বার্তা-২৪ ডেস্ক 

শেখ হাসিনাকে এদেশের মাটিতে ফেরত নিয়ে আসতে হবে। তাকে বিচারের মুখামুখি হতে হবে। ফা’সিঁর কাষ্ঠে তাকে দাড়াঁতে হবে।’ এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল শেষে রাজু ভাস্কর্যে সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বরাষ্ট উপদেষ্টাকে প্রশ্ন করতে চাই আড়াই মাস পরও ছাত্রলীগকে নিষিদ্ধ করতে আমাদের রাজু ভাস্কর্যে দাড়াঁতে হয় তাহলে আপনাদের কাজটা কি। আমি আসিফ স্যারকে বলছি আপনি যদি অতিদ্রুত ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীকে আইনের আওতায় আনতে না পারেন তাহলে আমরা মনে করব আপনারা শহিদের রক্তের সঙ্গে বেইমানি করছেন। ছাত্রলীগ এদেশে থাকবে কিনা সেটার ফায়সালা হয়ে গেছে গত ৫ আগস্ট। এখন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ বিদেশে বসে ষড়যন্ত্র করছে। তাদের বলছি এদেশে ফ্যস্টিট আওয়ামী লীগের পুর্ণবাসনের কোন সুযোগ নাই।

হাসনাত আবদুল্লাহ রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে তিনি বলেন, চপ্পু সাহেব আপনি সংবিধানের যে অধিকারে রয়েছেন, সে অধিকার হারিয়েছেন। আপনি যদি শেখ হাসিনাকে পূর্ণবাসন করবেন সে চিন্তা করেন, সেটা বাস্তবায়ন হবে না।
পুলিশ ও প্রশাসনকে উদ্দেশ্যে বলেন, আজকে আপনারা পুলিশে এবং প্রশাসনে যারা আছেন আপনারা যে অসহযোগিতামূলক আচরন করছেন আপনারা ভাবছেন আপনারা অপরিহার্য তাহলে ভুল করছেন। শেখ হাসিনাও অপরিহার্য ভেবেছিল ছাত্র জনতা তার বিকল্প খুজেঁ নিয়েছে। আপনাদেরও বিকল্প খুজেঁ নিবে ছাত্র জনতা।

এরআগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের হামলার প্রতিবাদ ও ছাত্রলীগের নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় লাইব্রেরি, কলাভবন, মধুর ক্যান্টিনসহ পাশ্ববর্তী সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

এসময় ‘মুজিবাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দবাদ’, ‘দিয়েছি তো রক্ত আরও দিব’, ‘ছাত্রলীগ নিষিদ্ধ কর, করতে হবে করতে হবে’, ‘ব্যান ব্যান ছাত্রলীগ’, ‘ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ছাত্রলীগের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’,’জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, ‘২৪ এর হাতিয়ার গর্জ ওঠো আরেকবার’, আবু সাইদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ নানা স্লোগান দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *