আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার বাশার আল-আসাদের সরকারের পতনের পর সেনাবাহিনীর শত শত সদস্য তাদের সামরিক পোশাক খুলে ফেলছেন। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, সরকারের পক্ষ থেকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দামেস্ক বিমানবন্দর থেকে শেষ ফ্লাইটটি ছেড়ে যাওয়ার পর তারা ব্যক্তিগত নিরাপত্তার জন্য সেনা পোশাক ত্যাগ করেন।
এদিকে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) দাবি করেছে, দেইর এজজোর শহরে সরকারপন্থী বাহিনী বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করেছে। বিদ্রোহী গোষ্ঠীর প্রধান আবু মোহাম্মদ আল-জুলানি তার যোদ্ধাদের সরকারি প্রতিষ্ঠান এবং সেবামূলক স্থাপনাগুলোতে হামলা বা লুটপাট না করার নির্দেশ দিয়েছে।
অপরদিকে, আসাদের মিত্র ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সিরিয়ার বিভিন্ন অঞ্চল থেকে পিছু হটছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হিজবুল্লাহ হোমস, দামাস্কাস এবং লেবানন সীমান্তের কুসাইর এলাকা থেকে তাদের সৈন্য প্রত্যাহার করেছে। আসাদের রাজনৈতিকবিরোধী জোটের প্রধান হাদি আল-বাহরা জানিয়েছেন, দুই দিনের মধ্যে সরকারি প্রতিষ্ঠানগুলো কার্যক্রম শুরু করবে এবং জাতিসংঘের সহযোগিতায় ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।
কাতার, সৌদি আরব, জর্ডান, মিশর, তুরস্কসহ বিভিন্ন দেশ এক যৌথ বিবৃতিতে সিরিয়ার সংকটের একটি রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে