ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

বরেন্দ্র বার্তা-২৫ডেস্ক:

প্রায় পৌনে তিন ঘণ্টা পর রাজধানীর হাজারীবাগ বাজারের ফিনিক্স লেদারের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২ ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে আগুন লাগে। এরপর তা নিয়ন্ত্রণে আসে বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে। তবে আগুনে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান, সাততলা ভবনের পঞ্চম তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুই ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর আরও ইউনিট বাড়িয়ে মোট ১২টি ইউনিটের চেষ্টায় বিকেল ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‍্যাব সদস্যরা।

তবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেহেতু এটি লেদার গোডাউন তাই সেখানে কেমিক্যাল এর উপস্থিতি থাকতে পারে। তবে এই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

জানা গেছে, হাজারীবাগে চামড়ার যে গুদামটিতে আগুন লেগেছে সেটি ফিনিক্স লেদার নামের একটি কারখানার গুদাম। শুক্রবার বেলা ২টা ১৪ মিনিটের দিকে চামড়াজাতীয় পণ্যের ওই গুদামে আগুন লাগে। ৭তলা একটি ভবনের পঞ্চম তলায় গুদামটি অবস্থিত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *