রাজশাহীতে ১৪ বছর পর প্রকাশ্যে জামায়াতের কর্মী সম্মেলন

 

নিজস্ব প্রতিবেদক:

আগামীকাল দীর্ঘ ১৪ বছর পর রাজশাহীতে প্রকাশ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। শনিবার (১৮ জানুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর শাখার এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।

শুক্রবার সকালে সম্মেলনের মাঠ পরিদর্শন ও প্রস্তুতির সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করেন মহানগর জামায়াতের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগরের আমীর ড. মাওলানা কেরামত আলী, সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন। মাঠ পরিদর্শন শেষে কর্মী সম্মেলন বাস্তবায়নে সেচ্ছাসেবকদের সভায় দিক-নির্দেশনা মুলক বক্তব্য রাখেন মহানগরীর আমীর ও সেক্রেটারি।

পরে সকল প্রস্তুতির কথা জানিয়ে এ সম্মেলনে নগর ও জেলা জামায়াতের লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত থাকবেন বলে জানান মহানগর জামায়াতের আমীর ড. কেরামত আলী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সম্মেলন থেকে বাংলাদেশ জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান দেশের চলমান সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপুর্ন বক্তব্য রাখবেন। এ জন্য বিভাগীয় জেলা রাজশাহীর এই কর্মী সম্মলনে অত্যান্ত গুরুত্বপুর্ন। এই সম্মেলন থেকে নির্দেশনা নিয়ে জামায়াতের নেতাকর্মীরা আগামীতে কাজ করবে বলেন নগর জামায়াতের এই নেতা

মাদ্রাসা মাঠের কর্মী সম্মেলন ছাড়াও এ দিন দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ অডিটেরিয়ামে চিকিৎসক সমাবেশ, বিকালে মাদ্রাসা মাঠে মহিলা সদস্য সমাবেশ এবং সন্ধ্যায় চেম্বার ভবনে ব্যবসায়ী সমাবেশের আয়োজন করা হয়েছে। এই তিনটি সমাবেশেও প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।

এর আগে ২০১০ সালের ৮ ফেব্রুয়ারিতে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে জামায়াতের তৎকালিন কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *