রাজশাহী প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী নাবিল গ্রুপের সঙ্গে জামায়াতের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী মহানগরীর প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবেদনকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম স্বপন জামায়াতে ইসলামীর কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। গত ১৮ জানুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে অনুষ্ঠিত জামায়াতের সম্মেলনে তিনি অজ্ঞাতসারে মঞ্চে উঠে পড়েন, যা একেবারেই ব্যক্তিগত ঘটনা। নাবিল গ্রুপের ব্যবসা, ব্যাংক ঋণ বা আর্থিক কোনো সংযোগ জামায়াতের সঙ্গে নেই বলেও এতে স্পষ্ট করা হয়।
ড. কেরামত আলী আরও বলেন, জামায়াতে ইসলামী গণমানুষের রাজনৈতিক দল এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। প্রকাশিত প্রতিবেদনটি মূলত জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
তিনি সংশ্লিষ্ট পক্ষের প্রতি সাংবাদিকতার নীতি মেনে প্রতিবাদ বিবৃতিটি যথাযথভাবে প্রকাশের আহ্বান জানান, যাতে জনগণের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়।