যশোর প্রতিনিধি:
যশোরের মনিরামপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাস।
উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে এবং মাওলানা আজহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আাসাদুজ্জামান মিন্টু, কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি মুফতি হুসাইন আহমদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী, প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী খলিলুর রহমান, উপজেলা হেফাজতে ইসলামীর সভাপতি মুফতি আশফাকুল আনওয়ার ইয়ামিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব জমিয়তের সহসভাপতি মুফতি কামরুজ্জামান কাশেমী, উপজেলা ইমাম পরিষদের সাধারন সম্পাদক মুফতি ইব্রাহিম খলিল, উপজেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, যুব জমিয়তের সদস্য সচিব হাসান আল মামুন, ছাত্র জমিয়তের আহ্বায়ক মাওলানা উবায়দুল্লাহ শাহীন, সদস্য সচিব বিএম মাহফুজ প্রমুখ। ইফতারের পূর্বে মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।