বাঘা উপজেলা প্রতিনিধি:
রাজশাহী জেলা পুলিশ লাইন মাসিক কল্যাণ সভায় গত ২০ মার্চ ২০২৫ তারিখে বাঘা থানার এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) আব্দুল মালেক রাজশাহী জেলার ১৮তম এবং রেঞ্জের ৭ম বারের জন্য শ্রেষ্ঠ এএসআই হিসেবে মনোনীত হয়েছেন। এ সম্মাননা তিনি জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামের কাছ থেকে গ্রহণ করেন।
এএসআই আব্দুল মালেকের এই সাফল্য মূলত তার অপরাধ দমন, গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন এবং মাদক উদ্ধার কার্যক্রমে অসাধারণ অবদানের জন্য। তিনি বিগত বছরেও রাজশাহী জেলা ও রেঞ্জে একাধিকবার শ্রেষ্ঠ অফিসারের পুরস্কার লাভ করেছেন। গত বছরও তিনি জেলা পর্যায়ে ১৭ বার এবং রেঞ্জে ৬ বার শ্রেষ্ঠ অফিসারের সম্মাননা অর্জন করেছিলেন।
এএসআই আঃ মালেক তার পুরস্কার গ্রহণকালে বলেন, “আমাকে ১৮তম বারের মতো রাজশাহী জেলার এবং ৭ম বারের মতো রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত করায় আমি পুলিশ সুপার ফারজানা ইসলাম মহোদয়, বাঘা থানার অফিসার ইনচার্জ আ ফ ম আসাদুজ্জামান স্যারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করছি, যেন আমরা একসঙ্গে আরও সফল হতে পারি। আমার এই অর্জন এককভাবে সম্ভব হয়নি, এটি আমার সহকর্মী ও কর্মকর্তাদের একযোগ প্রচেষ্টার ফল।”
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান এএসআই আঃ মালেকের প্রশংসা করে বলেন, “তিনি থানা এলাকায় অপরাধ দমনে, মাদক উদ্ধার এবং গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আশা করি, তিনি তার শ্রেষ্ঠত্ব বজায় রাখবেন।”
এএসআই আব্দুল মালেক বাঘা থানায় যোগদানের পর থেকেই তার নিষ্ঠাবান কাজের মাধ্যমে মাসিক কল্যাণ সভায় বারবার শ্রেষ্ঠ হিসেবে মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ তারিখে তিনি রেঞ্জ এবং জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়ে দুটি পুরস্কার পেয়েছেন।