ইসরাইলি সেনাদের তাণ্ডবে ঘর ছাড়ছেন ফিলিস্তিনিরা

আর্ন্তজাতিক ডেস্ক:

চারদিক থেকে ঘিরে রাখা নেতানিয়াহু বাহিনীর ভয়ে দিন কাটাচ্ছেন গাজার বাসিন্দারা। এই বুঝি আবার হামলা হলো- এমন আতঙ্কে কাটছে রাতদিন। ঘরবাড়ি থেকেও যাযাবরের মতো জীবনযাপন করতে হচ্ছে তাদের। পালিয়ে বেড়াতে বেড়াতে ক্লান্ত হয়ে পরেছেন তারা। ভুক্তভোগী এক ফিলিস্তিনি বলেন, ‘আমাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। বাকি আছে শুধু দেইর আল বালাহ। সেখানেও এরমধ্যেই অনেক মানুষ চলে গেছে।’

আরেক ভুক্তভোগী বলেন, ‘আমরা ক্লান্ত। মাথার উপর ছাদ নেই। তবুও জীবিকার তাগিদে তীব্র রোদে কাজ করতে হচ্ছে। আমাদের অবস্থা আর কেউ বুঝতে পারবে না।’ ভুক্তভোগী আরেক ফিলিস্তিনি নারী জানান, বাড়ি গিয়ে তার মা এবং ভাইকে ডেকে নিয়ে যায় ইসরাইলি সেনারা।
বেঁচে থাকতে চাইলে অন্য কোথাও চলে যাওয়ার হুমকি দেয়া হয় তাদের। জীবন বাঁচাতে গাজার আল-বুরেইজ এবং নুসেইরাতের বাসিন্দাদের আল-মাওওয়াসির ‘হিউম্যানিটেরিয়ান জোনে’ চলে যেতে বলেন তারা। প্রায় ১০ মাস ধরে চলমান ইসরাইলি বর্বরতায় এখন পর্যন্ত গৃহহীন হয়েছেন গাজার প্রায় ২০ লাখ বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *