ঢাবি’র শিক্ষার্থীরা হয়রানির শিকার হলে প্রক্টর জানানোর পরামর্শ

বরেন্দ্র বার্তা২৪ডেস্ক নিউজ :

মঙ্গলবার (৩০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দিয়েছেন ঢাবির জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে ছাত্রদের সহকারী প্রক্টর মো. হাসান ফারুক (মোবাইল-০১৭৬৮-৮৮৪-৪২৮) এবং ছাত্রীদের সহকারী প্রক্টর ফারজানা আহমেদের (মোবাইল ০১৭১১-৫৭৬-৩৮৯) সঙ্গে যোগাযোগের নির্দেশনা দেয়া হলো।

নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি বন্ধে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সব সহযোগিতা দেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে সোমবার (২৯ জুলাই) ঢাবির কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নানা সংবাদ গণমাধ্যমে আসছে। এ প্রক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহ্বান জানাচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে তাকে প্রক্টর অফিসকে জানানোর নির্দেশনা দেয়া হলো। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সব সহযোগিতা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *