গোদাগাড়ীতে অরাজকতা বন্ধে ইমাম, ধর্ম গুরু,যাজকদের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক:

বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের একদফা দাবির মধ্যে পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপরই কিছু সংক্ষক স্থানে শুরু হয়েছে অরাজকতা  এর পরিপেক্ষিতে সমাজে শান্তি-শৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি,

একে অপরের প্রতি সহমর্মিতা রক্ষা করা ও বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং সকল ধর্মীয় উপাসনালয়ে কোন ধরণের ভাঙচুর,অগ্নিসংযোগ, দাঙ্গা-হাঙ্গামা রোধে।

রাজশাহী গোদাগারী উপজেলা নির্বাহী অফিসার

মোঃ আবুল হায়াত,কতৃক এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়।

গোদাগাড়ী উপজেলার আওতাধীন জামে

মসজিদে জুমআর নামাজের প্রাক-খুতবায় ও মাইকে কুরআন-হাদিসের আলোকে সমাজে শান্তি-শৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি,

একে অপরের প্রতি সহমর্মিতা রক্ষা করা ও বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং সকল ধর্মীয় উপাসনালয়ে কোন ধরণের ভাঙচুর,

অগ্নিসংযোগ, দাঙ্গা-হাঙ্গামা না করার জন্য  জনসাধারণকে অবগত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে,কোন ব্যক্তি ধ্বংসাত্মক কার্যক্রমে জড়িত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *