অলিম্পিকে বিজয়ী নাদিমকে মাওলানা তারিক জামিলের পুরস্কার প্রদান

ধর্ম বার্তা-২৪ডেস্ক নিউজ :

দ্বিতীয় নিক্ষেপে ৯২.৯৭ মিটার দূরে বর্শা ছুড়ে রেকর্ডটি গড়েন নাদিম, সবসময়ের তালিকায় তার এই কীর্তি ছয় নম্বরে জায়গা করে নিয়েছে। চোপড়ার শেষ প্রচেষ্টা ব্যর্থ হতেই, বসে পড়ে মাটিতে চুমু খেয়ে বিজয় উদযাপন করেন নাদিম।

পাকিস্তানের ইসলামিক স্কলার মাওলানা তারিক জামিল অ্যাথলেট আরশাদ নাদিমকে অলিম্পিকে সোনা জয়ের জন্য ব্যাপক প্রশংসা করেন। নাদিম তার নিজ শহর মিয়া চান্নুতে একটি তাবলিগি মারকাজে তার সঙ্গে সাক্ষাতের সময় ১৭০০ ডলার আর্থিক পুরস্কারে সম্মানিত করেন। এই উপলক্ষটি তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, অলিম্পিক জেতার পর থেকে মঙ্গলবার (১৩ আগস্ট) পর্যন্ত পুরস্কার বাবদ মোট ৮ লাখ ৯৭ হাজার ডলার পুরস্কার পেয়েছেন আরশাদ নাদিম। বাংলাদেশি মুদ্রায় অর্থের পরিমাণ প্রায় ১০ কোটি ৪৭ লাখ টাকা। এর মধ্যে ৫ লাখ ৩৮ হাজার ডলার অর্থ পুরস্কার পেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পক্ষ থেকে। ইসলামাবাদে নাদিমের সম্মানে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এই পুরস্কারের ঘোষণা দেন তিনি।

এর আগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নেওয়াজ তার গ্রামের বাড়িতে গিয়ে ৩ লাখ ৫৯ হাজার ডলারের চেক উপহার দেন। এছাড়া নাদিমের হাতে একটি নতুন গাড়ির চাবিও তুলে দেন তিনি। সেই গাড়ির নম্বরও নাদিমের কীর্তির কথা মনে করিয়ে দেয়- ‘PAK 92.97’! পাকিস্তানের নামের সংক্ষেপের সঙ্গে প্যারিস অলিম্পিকে গড়া নাদিমের রেকর্ড। ৯২.৯৭ মিটার দূরে জ্যাভেলিন ছুড়ে নাদিম এবার নতুন অলিম্পিক রেকর্ড গড়েছেন।  তার কোচ সালমান ইকবাল বাটকেও ১৮ হাজার ডলার অর্থ পুরস্কার দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *