পাকিস্তানে দস্যুদের হামলায় ১২ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের পাঞ্জাবে দস্যুদের হামলায় ১২ পুলিশ নিহত হয়েছেন। এছাড়া ওই ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাক গণমাধ্যম জিও নিউজ। জানা গেছে, পান্জাবের রাহিম ইয়ার খান নামক জেলায় বৃহস্পতিবার কাচা নামক এক দস্যুগোষ্ঠী পুলিশের ওপর হামলা চালায়। ওই সময় বৃষ্টির পানিতে দুটি পুলিশ ভ্যান আটকা পড়েছিলো। এক পর্যায়ে ভ্যানদুটি লক্ষ্য করে দস্যুরা রকেট হামলা চালায়।

পুলিশ কর্মকর্তারা জানান, ওই দুটি ভ্যানে ২০ জনেরও বেশি পুলিশ সদস্য ছিলেন। হামলার ফলে ১২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। ওই সময় অন্তত ৭ জন আহত এবং ৫ জন নিখোঁজ হন। আহত পুলিশ সদস্যদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক পুলিশ কর্মকর্তা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে নিখোঁজ পাঁচ পুলিশ সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এই হামলার নিন্দা জানিয়েছেন। সেই সাথে নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নাকভি। এছাড়া তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং শহীদদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ পুলিশের এই আত্মত্যাগকে স্মরণীয় বলে আখ্যা দিয়ে শোক প্রকাশ করেছেন। এই ঘটনার পর, পাঞ্জাব পুলিশের প্রধান, অতিরিক্ত আইজি স্পেশাল ব্রাঞ্চ, অতিরিক্ত আইজি কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এবং অন্যান্য কর্মকর্তারা রাহিম ইয়ার খান এলাকায় রওনা হয়েছেন।

সিন্ধু এবং পাঞ্জাব এলাকায় এই দস্যু দলগুলো আইনশৃঙ্খলা রক্ষায় বরাবরই বড় বাধা হিসেবে বিবেচিত হয়ে এসেছে। তবে দস্যুদের নির্মূল করতে একাধিক অভিযান চালানো হলেও, এখনো তারা বেশ সক্রিয় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *