ক্রিয়া ডেস্ক:
রাজনৈতিক পট পরিবর্তনের আগে থেকেই দেশের বাইরে ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। পরে আওয়ামী লীগ সরকারের পতনের পরও তার দেশে আসা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। একইসঙ্গে নিজ জেলা মাগুরা থেকে দলটির সংসদ সদস্য হওয়ার সুবাদে একটি হত্যামামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। যার রেশ ধরে পাকিস্তানে খেলতে বাংলাদেশ দলে থাকা সাকিবকে অপসারণ করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
আজ (শনিবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। এ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনি জানেন যে একটা মামলা হয়েছে, তবে আমরা লিগ্যাল নোটিশ পাইনি আসলে। এ ব্যাপারে কথা বলতে পারব না এখন। মামলাটা এফআইআর হয়েছে। এফআইআরটা আসলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট যেটাকে বলে। এরপর ইনভেস্টিগেশন হবে। তারপর একটা দিকে যাবে মামলাটা।’