সচিবালয় এলাকায় আনসার ও শিক্ষার্থীদের সংঘর্ষ: আহত-২০

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনরত আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা গেছে এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। রাত ৯টা নাগাদ এই সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় ঘটলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ।

সূত্র জানিয়েছে, সচিবালয়ে আনসারের একটি দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সারজিস আলম এবং হাসনাত আবদুল্লাহসহ অনেককে আটকে রেখেছে বলে একটি তথ্য ছড়িয়ে পড়ে। এরই প্রতিক্রিয়ায় হয় এই ঘটনার সূত্রপাত। এ খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন। পরবর্তীতে ‘স্বৈরাচারের দালাল’ হিসেবে আনসার সদস্যদের প্রতিহত করতে শিক্ষার্থীরা সচিবালয় এলাকায় জড়ো হন। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

রাত পৌনে দশটার দিকে সংঘর্ষের একপর্যায়ে আনসার সদস্যরা পিছু হটে। পুলিশ এসময় পরিস্থিতি নিয়ত্রণ করতে সাউন্ড গ্রেনেড ছোঁড়ে। এরপর শিক্ষার্থীরা সচিবালয়ের পাশে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় ওই এলাকায় উপস্থিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *