নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী গোদাগাড়ী প্রেমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি বাহিত রোগ মোকাবেলায় মেডিকেল টিম গঠন করে হয়েছে।
আজ (২৭ আগস্ট) সকালে গোদাগাড়ী প্রেমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোঃ আলী মাজরুই রহমান কতৃক এই নির্দেশনা দেয়া হয়।
এবিষয়ে গোদাগাড়ী উপজেলা প্রেমতলী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোঃ আলী মাজরুই রহমান বলেন, সারাদেশে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে যার ফলে বেশ কয়েকটি জেলা পানিতে প্লাবিত হয়েছে এবং গতকাল আমরা বেশ কয়েকটি গণমাধ্যম সূত্রে জানতে পারি যে ভারত কর্তৃক ফারাক্কা বাদের ১০৯ টি গেট খুলে দেয়া হয়েছে যার ফলে আমাদের চরঅঞ্চলের মানুষের পানি বাহিত রোগের আশঙ্কা রয়েছে।
এর জন্য আমরা গোদাগাড়ী প্রেমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কতৃক পানি বাহিত রোগ মোকাবেলায় মেডিকেল টিম গঠন করেছি।