ডেস্ক নিউজ:
আগে থেকেই দলে ছিলেন রদ্রিগো, জুড বেলিংহ্যাম, ভিনিসিয়ুস জুনিয়ররা। তারকায় ঠাসা দলে অন্তর্ভুক্তি হলো কিলিয়ান এমবাপ্পের। মনে হচ্ছিল, প্রতিপক্ষের ত্রাস হবেন এই চার তরুণ তারকা। তবে স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের প্রথম তিন ম্যাচে অন্তত সেই চিত্র ফুটে ওঠেনি। তিন ম্যাচে দ্বিতীয়বারের মতো পয়েন্ট হারিয়েছে গ্যালাটিকোরা। গতকাল রাতে গ্র্যান কানারিয়া স্টেডিয়ামে লাস পালমাসের বিপক্ষে পেনাল্টির সাহায্যে কোনোরকম হার এড়ায় কার্লো আনচেলত্তির দল।
ম্যাচজুড়ে অনুমিত দাপট দেখায় রিয়াল মাদ্রিদ। ৫৭ শতাংশ বল দখলে রেখে ২৫টি শটের ৮টি লক্ষ্যে রাখে গ্যালাটিকোরা। বিপরীতে ৪৩ শতাংশ বল দখলে রাখা লাস পালমাস ৭টি শট নিয়ে ২টি লক্ষ্যে রাখতে সমর্থ হয়। ম্যাচজুড়ে শাসিত হলেও ৫ম মিনিটেই এগিয়ে গিয়েছিল লাস পালমাস। স্বাগতিকদের লিড এনে দেন স্প্যানিশ উইঙ্গার আলবের্তো মোলেইরো।
১-০ গোলে পিছিয়ে বিরতিতে যাওয়া রিয়াল মাদ্রিদ ম্যাচে ফেরে ৬৯ মিনিটে। পেনাল্টি থেকে রিয়ালকে সমতাসূচক গোল উপহার দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়ুস জুনিয়র। এ ম্যাচেও ছন্দ দেখাতে পারেননি কিলিয়ান এমবাপ্পে।
৩ ম্যাচে ১ জয় ও ২ ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লা লিগা টেবিলের পাঁচে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনা ৩ ম্যাচে অর্জন করেছে পূর্ণ ৯ পয়েন্ট। ষোড়শ লাস পালমাসের পয়েন্ট ২।