চড়া দাম সবজি ও মাছ-মাংসের

 

ডেস্ক নিউজ:

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে চলছে স্মরণকালের ভয়াবহ বন্যা। জেলাগুলোর অধিকাংশ ঘর-বাড়ি, ফসলের ক্ষেত, পশু পাখি পানিতে বিলীন হয়েছে। এ পরিস্থিতিতে রাজধানীর বাজারে সবজির চলছে চড়া দাম। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে ৬০ টাকার বেশি দামে। এক সপ্তাহের ব্যবধানে দাম অপরিবর্তিত রয়েছে। একই সঙ্গে মুরগির দাম কিছুটা বেড়েছে। পাঙ্গাস ও ইলিশের দাম বাড়লেও অন্যান্য মাছ আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে।

রাজধানীর কাপ্তান বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি বরবটির দাম ৮০ টাকা, শসা ৬০ টাকা থেকে কমে ৪০ থেকে ৫০ টাকা, ঢেড়শ ৫০ টাকা থেকে কমে ৪০ টাকা, মূলা ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা থেকে ৫০ টাকা, ঝিঙা ৮০ টাকা, পেপে ৪০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা, বেগুন ১২০ টাকা থেকে ৮০ টাকা, কুমড়ো ৩০ টাকা, কাকড়োল ৮০ টাকা , পটল ৫০ টাকা, লাউ ৬০ টাকা থেকে কমে ৫০ টাকা, লতি ৮০ টাকা, টমেটো বেড়েছে ৪০ টাকা। বর্তমান দাম ১৪০ টাকা, ফুলকপি কমেছে ১০ টাকা, বাজারে বিক্রি ৫০ টাকায়।  ঝালি কুমড়ো কেজি ৪০ টাকা, আলু ৬০ টাকা, কচুরমুখী ৮০ টাকা থেকে কমে ৭০ টাকা। গাজর ১৬০ টাকা। লালশাকের আটি ১০ টাকা। কাঁচা মরিচ ১৮০ থেকে ২০০ টাকা, ধুনধুল ৬০ টাকা, আগের দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। দেশি পেঁয়াজ ১১০ টাকা, ইন্ডিয়ান ১০০ টাকা।

কাপ্তান বাজারের বিক্রেতা জিহাদ বলেন, বন্যা না হলে এ সময় সবজির দাম আরেকটু কমতো। কিন্তু বন্যায় নোয়াখালী এলাকাসহ আশেপাশোর এলাকার সবজি ও ক্ষেত সব নষ্ট হয়েছে। এ কারণে দাম বেশি।

মুরগির দাম বেড়েছে ২০-৩০ টাকা

 

ব্রয়লার মুরগির দাম বেড়েছে ২০ টাকা। গত সপ্তাহের ১৬০ টাকার মুরগি এখন ১৮০ টাকা, পাকিস্তানি মুরগির দাম ছিল, ২৪০ টাকা বর্তমান দাম ২৬০ টাকা। দেশি মুরগি ৩০ টাকা থেকে বেড়ে ৫৮০ টাকা।

দোকানের স্টাফ মাইনুদ্দিন বলেন, মুরগির চাহিদা যেদিন বেশি থাকে, ওই দিন দাম একটু বেড়ে যায়। আজ পাইকারিতে দাম কিছু টা বেশি ছিল। সেজন্য দাম বেশি।

ইলিশ ও পাঙ্গাসের বাড়তি দাম

ইলিশের ভরা মৌসুম চললেও এখনো ১৫শ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। রুই, চিংড়ি, পাবদাসহ অধিকাংশ মাছই আগের দামে বিক্রি হচ্ছে। পাঙ্গাস মাছের দাম ৫০ টাকা বেড়েছে।

জানা গেছে, ইলিশ মাছ এক কেজির বেশি ১৮০০-২০০০ টাকা, এক কেজির কম ১৫০০ টাকা, পাঙ্গাসের দাম ৫০ টাকা বেড়েছে। বর্তমানে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।  রুই ২৬০ টাকা, বড় রুই ৩৪০ থেকে ৩৬০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, চিংড়ি ৭৫০-৮০০ টাকা, বড় চিংড়ি ১১০০ টাকা, পাবদা ৪০০ টাকা। কই ২২০ টাকা। গ্লাস কার্প ২৫০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *