বরেন্দ্র বার্তা-২৪ ডেস্ক নিউজ:
যৌথ অভিযানে এই পর্যন্ত ৬৪ জনকে গ্রেপ্তারের পাশাপাশি ১৪৪টি আগ্নেয়াস্ত্র গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
শুক্রবার পুলিশ সদরদপ্তর জানায়, ৪ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অস্ত্র উদ্ধার করা হয়েছে।
অস্ত্র গুলোর মধ্যে রয়েছে,রিভলবার- ৮ টি, পিস্তল- ৪১ টি, রাইফেল- ১১ টি,শটগান- ১৭ টি,
পাইপগান- ৫ টি, শুটারগান- ১৯ টি, এলজি- ১০ টি, বন্দুক- ২২ টি, একে ৪৭- ১ টি, গ্যাসগান- ১ টি, চাইনিজ রাইফেল- ১ টি, এয়ারগান- ১ টি, এসবিবিএল- ৩ টি, এসএমজি- ৩ টি ও টিয়ার গ্যাস লঞ্চার- ১টি।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬৪ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানায় থেকে বিভিন্ন ধরনের অস্ত্র লুট হয়।
এই লুট হওয়া আগ্নেয়াস্ত্র ফেরত দেওয়ার শেষ তারিখ ছিল ৩ সেপ্টেম্বর। তারপর চলছে যৌথবাহিনীর অভিযান। পরে ৪ সেপ্টেম্বর থেকে অস্ত্র উদ্ধারের জন্য যৌথ অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সদরদপ্তর জানায়, ৫ আগস্ট বিভিন্ন থানা থেকে ৫৮১৮ টি আগ্নেয়াস্ত্র লুট হয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের গোলাবারুদও লুট হয়েছে।