বাংলাদেশ-ভারত সিরিজে সম্ভবনায় যেসব রেকর্ড

স্পোর্টস ডেস্ক :

ভারতকে প্রথমবারের মতো টেস্টে হারানোর সুযোগ: বিশ্ব ক্রিকেটে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকাকেই হারাতে পারেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে একটি ম্যাচ জিতলেই টেস্ট খেলুড়ে ১০ দলের বিপক্ষে জেতা হবে টাইগারদের।

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক তাইজুলের সামনে: লাল বলের ক্রিকেটে একমাত্র বাংলাদেশি হিসেবে ২০০ উইকেট আছে কেবল সাকিব আল হাসানের। সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ২০০ উইকেটের মালিক হতে পারেন তাইজুল ইসলাম। ভারত সিরিজে আর মাত্র ৫টি উইকেটে পেলেই এই মাইলফলক স্পর্শ করতে পারবেন বাঁহাতি এই স্পিনার।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হতে ৯ রান প্রয়োজন মুশফিকের: আর মাত্র ৯ রান করলেই বাংলাদেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রানের মালিক হবেন মুশফিকুর রহিম। বর্তমানে এই তালিকায় শীর্ষে আছেন তামিম ইকবাল। তামিমের রান ১৫,১৯২। মুশফিকের বর্তমান রান ১৫,১৮৪।

৩০০ উইকেটের হাতছানি মিরাজের সামনে: চতুর্থ বাংলাদেশি হিসেবে ৩০০ উইকেটের রেকর্ড হাতছানি মেহেদী হাসান মিরাজের সামনে। সকিব আল সর্বোচ্চ ৭০৮ উইকেটের মালিক। ৩৮৯ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন মাশরাফি বিন মর্তুজা। ৩২৩ উইকেট নিয়ে তিন নম্বরে আছেন মোস্তাফিজুর রহমান। মেহেদী হাসান মিরাজের এই মাইলফল স্পর্শ করতে প্রয়োজন আর মাত্র ৭টি উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *