যুববান্ধব আর্থিকখাত নির্মাণের পুরস্কার পেল বাংলাদেশ ব্যাংক

ডেস্ক নিউজ :

রোববার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।এতে বলা হয়, এল সালভাদরে অনুষ্ঠিত এএফআই গ্লোবাল পলিসি ফোরামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংককে এ সম্মাননা দেয়া হয়।

শিক্ষার্থী ও তরুণদের আর্থিক খাতে অন্তর্ভুক্তিকরণ এবং এ খাতে তাদের সাক্ষরতা অর্জনের জন্য দেশের আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করা, ২১ থেকে ৪৫ বছরের জনসাধারণের জন্য স্টার্টআপ ঋণ ফান্ড গঠনে ভূমিকা রাখার দিকগুলো পুরস্কার দেয়ার ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে।

এছাড়া জাতীয় শিক্ষাক্রমে আর্থিক সাক্ষরতা বিষয়ক অধ্যায় সংযোজন, দেশব্যাপী ৪৩ লাখ স্কুলে ব্যাংক হিসাব চালু এবং প্রায় ৫০ শতাংশ নারী শিক্ষার্থীকে ব্যাংকখাতে অন্তর্ভুক্ত করে লিঙ্গবৈষম্য দূরীকরণের ভূমিকা রাখার দিকগুলোও বিবেচনা করা হয়েছে।

বর্তমানে বিশ্বের ৮৪টি দেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে ৯০টির বেশি আর্থিক প্রতিষ্ঠান ও অর্থ মন্ত্রণালয় এএফআইর সদস্য। বাংলাদেশ ব্যাংক ২০০৯ সাল থেকে এ সংস্থার সদস্য হিসেবে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *