৩৭৬ রানে ভারত অলআউট

বরেন্দ্র বার্তা-২৪ ডেস্ক:

চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই অলআউট হয়ে গেল ভারত। তাসকিন আহমেদের বোলিং তোপে সেশনের অর্ধেক সময়েই গুটিয়ে যায় স্বাগতিকরা। তাসকিনের ৩ উইকেট শিকারের সাথে ফাইফার পূর্ণ করেছেন আগের দিন ৪ উইকেট পাওয়া হাসান মাহমুদ।
৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে খেলতে নামা ভারত সবকটি উইকেট হারিয়েছে ৩৭৬ রানে। আগের দিনের সেঞ্চুরিয়ান রবিচন্দ্রন অশ্বিন ১৩৩ বলে ১১৩ রান করে থামেন। রবীন্দ্র জাদেজা ১২৪ বলে করেন ৮৬ রান। দুজনকেই শিকার করেন তাসকিন। সাজঘরে ফেরান আকাশদীপকেও। জাসপ্রিত বুমরাহকে শেষ ব্যাটার হিসেবে আউট করে ৫ উইকেটের মাইলফলক অর্জন করেন হাসান।
এর আগে প্রথম দিনের প্রথম সেশনেই দাপট দেখায় বাংলাদেশ। ম্যাচের শুরুতেই হাসান সাজঘরে ফেরান রোহিত শর্মা, শুবমান গিল ও বিরাট কোহলিকে। ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে দল চাপে পড়লে হাল ধরেন রিশভ পান্ট ও যশস্বী জাইসওয়াল। হাসানের চতুর্থ শিকার হয়ে ৫২ বলে ৩৯ রান করে পান্ট সাজঘরে ফিরলে ভাঙে ৬২ রানের জুটি।
জাইসওয়াল নাহিদ রানার শিকার হওয়ার আগে তুলে নেন অর্ধশতক। ১০ টেস্টে ক্যারিয়ারের অষ্টম পঞ্চাশোর্ধ্ব ইনিংসে ১১৮ বলে করেন ৫৬ রান। লাঞ্চের আগে লোকেশ রাহুলকে ১৬ রানে ফেরান মেহেদী হাসান মিরাজ।
প্রথম দিনের দ্বিতীয় সেশন শেষে ৪৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ছিল ১৭৬ রান। চা বিরতি শেষে চাঙ্গা হয়ে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন অশ্বিন ও জাদেজা। দুজনই তুলে নেন অর্ধশতক। এমনকি অশ্বিন শতক তুলে নেন। দলীয় পুঁজি চলে যায় তিনশোর ওপরে। ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে দিন শেষ করে ভারত। যেখানে অশ্বিন ১১২ বলে ১০২ ও জাদেজা ১১৭ বলে ৮৬ রানে থেকে যান অপরাজিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *