
রাজশাহী জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ কারিগরি কলেজ(বিএমটি)) শিক্ষক সমিতির উদ্যােগে রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বাংলাদেশ কারিগরি কলেজ (বিএমটি) শিক্ষক সমিতি রাজশাহী জেলা ও মহানগর শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কারিগরি (বিএমটি) শিক্ষক সমিতির রাজশাহী মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন,-বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ দেলদার রহমান দিলু।
সমাবেশে বক্তব্য দেন- অধ্যক্ষ মোঃ আব্দুর রব প্রধান, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি,অধ্যক্ষ মোঃ এনামুল হক, সাধারণ সম্পাদক, রংপুর বিভাগ,অধ্যক্ষ মোঃ আশরাফুল হক, সভাপতি, রাজশাহী জেলা শাখা,অধ্যক্ষ মোঃ এজাহারুল হক মৃধা, সাধারণ সম্পাদক, রাজশাহী জেলা শাখা,অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, সভাপতি, নওগাঁ জেলা শাখা,অধ্যক্ষ বিমল কুমার বর্মন, সাধারণ সম্পাদক, নওগাঁ জেলা শাখা,অধ্যক্ষ মোঃ আব্দুর রহিম, সভাপতি, পাবনা জেলা শাখা,অধ্যক্ষ মোঃ আবু সাঈদ, সাধারণ সম্পাদক, পাবনা জেলা শাখা,অধ্যক্ষ মোঃ তৌফিকুল ইসলাম, সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা,অধ্যক্ষ মোঃ শামসুল হক, সাধারণ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা,অধ্যক্ষ নয়ন চন্দ্র প্রমাণিক, সভাপতি, নাটোর জেলা শাখা,অধ্যক্ষ মোঃ মোতাহার হোসেন, সভাপতি, নীলফামারি জেলা শাখা,অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মোবারক আলী, আহ্বায়ক, নওগাঁ জেলা শাখা
বক্তারা বলেন, কারিগরি কলেজ শিক্ষার্থীদের জন্য বোর্ড বই, শিক্ষকদের প্রশিক্ষন, ইএফটিতে বেতনসহ বিভিন্ন দাবী তুলে ধরে বলেন, জেনারেল কলেজ আর কারিগরি কলেজের যে বৈষম্য সেটা দুর তরতে হবে। দুর করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
বাংলাদেশ কারিগরি কলেজ(বিএমটি) শিক্ষক সমিতির রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ ডঃ মোহাম্মদ মারফ হোসেন’র সঞ্চালনায় রাজশাহী বিভাগের জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।