রাজশাহীতে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

 


নিজস্ব প্রতিবেদক :

জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের বাস্তবায়নে রাজশাহী জেলায় উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) জেলা প্রশাসন, রাজশাহীর সার্বিক সহযোগিতায় এবং বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, রাজশাহী এর আয়োজনে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার।

সভায় জাতীয় গ্রন্থাগার দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে দিবসটি উৎসবমুখর এবং জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রফেসর মো. নাজমুল ইসলাম (ইনফরমেশন সাইন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়) সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং বিদ্যালয়ের গ্রন্থাগারিকবৃন্দ, বিভিন্ন বেসরকারি পাঠাগারের সভাপতি ও সম্পাদকবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বৃটিশ কাউন্সিল, ব্র্যাকসহ বিভিন্ন এনজিও এর প্রতিনিধিরা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, রাজশাহী এর সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান এর সঞ্চালনায় সভাটি সফলভাবে সম্পন্ন হয়।

উল্লেখ্য, আগামী ৫ ফেব্রুয়ারি “জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫” রাজশাহীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *