বানেশ্বরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে ঢাকা-রাজশাহী মহাসড়কে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আরোহী রাস্তায় ছিটকে পড়ে যান। এরপর ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুঠিয়া থানার ওসি জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটি শনাক্তের চেষ্টা করছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তে স্থানীয়দের সহযোগিতা চাওয়া হয়েছে।

পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন মিঞা বলেন, “দুর্ঘটনার পরপরই ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা করছি। মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের টহল জোরদার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “মহাসড়কে চলাচলকারী যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও চালকদের সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানাচ্ছি।”

নিহতের পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ জনগণের সহায়তা চেয়েছে। কেউ পরিচয় নিশ্চিত করতে পারলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *