রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলায় পুকুরে ডুবে ওমর ফারুক (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওমর ফারুক বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামের মোঃ দোলনের ছেলে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওমর ফারুক পুকুরে ভেসে থাকা মাছ ধরতে পানিতে নামলে গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বিকেল সাড়ে ৩টার দিকে শিশুটির চাচা রবিউল মৃতদেহটি ভ্যানগাড়িতে করে থানায় নিয়ে আসেন। থানা পুলিশ তদন্তের স্বার্থে প্রায় আড়াই ঘণ্টা লাশটি থানায় রেখে দেয়। পরে পরিবারের সদস্যদের অনুরোধ ও শিশুটির মা থানায় উপস্থিত হয়ে কান্নাকাটি করলে, স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়া মৃত্যুর সনদ গ্রহণের পর লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ আ ফ ম আসাদুজ্জামান বলেন, “মৃত শিশুটির লিগ্যাল গার্ডিয়ানের পরিচয় নিশ্চিত হওয়ার পর থানায় একটি ইউডি মামলা করে তার মায়ের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।