বরেন্দ্র বার্তা-২৪ ডেস্কঃ
পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) আওতাধীন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। এ ঘটনায় সংস্থাটির কয়েকজনকে গ্রেপ্তার করেছিল সিআইডি। এ ধরনের ঘটনা আর চায় না পিএসসি। এজন্য নিজস্ব ছাপাখানায় প্রশ্নপত্র ছাপানোর উদ্যোগ নিয়েছে সাংবিধানিক সংস্থাটি।
এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রশ্নফাঁসের মতো ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, এজন্য আমরা নিজস্ব ছাপাখানার কথা সরকারকে জানিয়েছি। সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ইতিবাচক সাড়া পেলে আমাদের প্রধান কার্যালয়েই ছাপাখানা নির্মাণ করা হবে।’
জানা গেছে, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পরপরই প্রশ্নপত্র ফাঁস রোধে একাধিক উদ্যোগ নেওয়া হয়। এই উদ্যোগের অন্যতম অংশ হলো-পিএসসি কার্যালয়ে একটি ছাপাখানা নির্মাণ করা। এর ফলে একদিকে যেমন প্রশ্নপত্র ফাঁস রোধ করা যাবে। একইসাথে প্রশ্ন ছাপাতে বিজি প্রেসের উপর নির্ভর করতে হবে না। এজন্য সরকারের কাছে ছাপাখানা তৈরির কথা জানায় সাংবিধানিক সংস্থাটি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পিএসসিতে নিজস্ব ছাপাখানা তৈরির বিষয়টি সরকার ইতিবাচক হিসেবে দেখছে। বর্তমানে এটি পরিকল্পনা কমিশনে রয়েছে। পরিকল্পনা কমিশন থেকে বাজেট অনুমোদন হলে পিএসসিতেই বিসিএসের ক্যাডার, নন-ক্যাডারসহ পিএসসি’র সব নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ছাপা হবে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘‘সর্বশেষ তথ্য অনুযায়ী পিএসসিতে ছাপাখানা তৈরির বিষয়টি পরিকল্পনা কমিশনের ‘সবুজ পাতায়’ উঠেছে। পরবর্তীতে প্রি-একনেক এবং একনেকে উঠবে। এরপর অর্থ ছাড় হলে ছাপাখানা নির্মাণের কাজ শুরু করতে পারবে পিএসসি।’’
সার্বিক বিষয়ে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, ‘আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পিএসসির কর্মকাণ্ডকে আধুনিকায়ন এবং নির্ভরযোগ্য করে তোলার চেষ্টা করা হচ্ছে। পিএসসির অফিস চত্বরেই একটি আধুনিক প্রেস নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এটি বাস্তবায়ন করতে পারলে প্রেস থেকে প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনাগুলো ঘটবে না।
(সূত্র- দ্যা ডেইলি ক্যাম্পাস)